ক্লাসঃ ৬ষ্ঠ শ্রেণি বিষয়ঃ কৃষি শিক্ষা এসাইনমেন্ট এর শিরোনামঃ কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি ১। কৃষি প্রযুক্তি কি? উত্তরঃ কৃষি সমস্যা সমাধানের লক্ষ্যে গবেষণালব্ধ জ্ঞান ও কলাকৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয়। ২। কৃষি প্রযুক্তির বিষয়গুলো কি কি? উত্তরঃ ফলস উৎপাদন, গৃহপালিত প্রাণী পালন, মৎস্য চাষ, বনায়ন। ৩। বিষয় ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলোর তালিকা তৈরি করো। উত্তরঃ ফলস উৎপাদন- বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, লবণ সহনশীল জাত, গোবর সার, জীবাণু সার, রাসায়নিক সার, সার ব্যবহারের মাত্রা, কীটনাশক, কীটনাশক ব্যবহারের মাত্রা, সাথী ফসল, সবুজ সার, পাওয়ার টিলার, লোলিফট পাম্প, গভীর নলকূপ, সেঁউতি, দোন ইত্যাদি। গৃহপালিত প্রাণী পালন- উন্নত জাতের গবাদিপশু, উন্নত জাতের হাঁস-মুরগি, গরু মোটাতাজাকরণ, কাঁচা ঘাস সংরক্ষণ, একত্রে হাঁস-মাছ-ধান চাষ, হাঁস-মুরগির সুষম খাদ্য, উন্নত পদ্ধতিতে বাচ্চা উৎপাদন, উন্নত পদ্ধতিতে ডিম সংরক্ষণ, পশু-পাখির রোগ দমন ইত্যাদি। মৎস্য চাষ- খাঁচায় মাছ চাষ, মাছ ধরার বিভিন্ন প্রযুক্তি যেমনঃ পলো, জাল, বড়শি, পুকুরের পানি শোধন, তেলাপিয়া ও নাইলোটিকার চাষ, মাছ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। বনায়ন- সামাজিক বনায়ন, ক...